Description
মিক্সড জৈব সার
২১ ধরনের জৈব উপাদান দিয়ে তৈরি এই মিক্সড জৈব সার। এর মধ্যে রয়েছে ভার্মি কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট, হাড়ের গুড়া, শিং কুচি, নীম খৈল গুড়া, সরিষার খৈল গুড়া, কচুরিপানা পঁচা,বিভিন্ন রকমের ফল এবং শাকসবজির খোসা, ডিমের খোসা, ঝিনুকের গুড়া, কোকোপিট এবং পাতা পঁচা সার ইত্যাদি। এই সার ব্যবহার করলে আলাদাভাবে অন্য কোনো সার ব্যবহার করতে হবে না। তাছাড়া আপনারা যারা বুঝতে পারেন না যে, কি পরিমাণ ভার্মি কম্পোস্ট , ট্রাইকো কম্পোস্ট, হাড়ের গুড়া, শিং কুচি নীম খৈল ইত্যাদি সারের মিশ্রন তৈরী করতে হয় তাদের জন্য মিক্সড জৈব সার খুব ভালো একটি অপশন। কারন এরমধ্যে সঠিক অনুপাতে উক্ত সকল উপাদান মিশ্রিত থাকে তাই সবগুলো উপাদান আলাদাভাবে কেনা বা মেশানোর ঝামেলা থাকে না। প্যাকেট থেকে বের করে সরাসরি গাছে দিতে পারবেন।
মিক্সড জৈব সার ব্যবহারে গাছের উপকারিতা –
★ মিক্সড জৈব সারে পর্যাপ্ত পরিমাণে ভার্মি কম্পোস্ট থাকে যার ফলে গাছ দ্রুত বেড়ে উঠবে এবং স্বাস্থ্য ঠিক থাকবে। এছাড়াও ফল এবং ফুল বৃদ্ধি করবে। ফসলের ফলন প্রায় 15 থেকে 20 শতাংশ বৃদ্ধি করে।
★ এর মধ্যে রয়েছে পরিমানমত ট্রাইকো কম্পোস্ট যা উদ্ভিদের জন্য ক্ষতিকর ছত্রাক, ব্যাকটেরিয়া ও নেমাটোডকে মেরে ফেলে, বিভিন্ন রোগ দমনে কার্যকর ভূমিকা রাখে।
★ এরপর থাকছে পরিমানমত হাড়ের গুড়া যা উদ্ভিদের ক্যালসিয়াম এবং ফসফরাস সরবরাহ করে থাকে। স্বাস্থ্যকর কোষ গঠনের জন্য ক্যালসিয়াম অতিপ্রয়োজনীয়। হাড়ের গুড়া সহজেই মাটির সাথে মিশে গাছের খাদ্য তৈরিতে সহায়তা করে।
★ এরপর থাকছে শিং কুচি যা উদ্ভিদের জন্য একটি উচ্চ নাইট্রোজেন খাবার যা প্রচুর পরিমানে পাতা বিশেষত শাকসবজি উৎপাদন করে।
★ এরপর আরো থাকছে নীমের খৈল যা মাঠ ফসল, সবজি, ফুল ও ফল গাছের শিকড় নিমোটোডস দমনে, সাদা পিঁপড়া থেকে রক্ষায় খুবই কার্যকরী এবং প্রায় ৬ প্রজাতির মাটির পোকা এবং উই পোকা দমনে সক্রিয় ভূমিকা রাখে।
★ এরপর আরো থাকছে সরিষার খৈল যা গাছ প্রয়োজনীয় ফসফরাসের জোগান পায়। সরিষা খৈলে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় নাইট্রোজেন,পটাসিয়াম ও বিভিন্ন ম্যাক্রো ও মাইক্রো উপাদান বিদ্যমান থাকে।
★ এছাড়াও কোকোপিট মিক্সড করা হয় যা মাটিকে হালকা করে এবং ঝুরঝুরে করবে। কোকোপিটে দ্রুত পানি ও বাতাস চলাচল করতে পারে ফলে গাছের শিকড় দ্রুত বাড়ে। গাছের শিকড় বাড়ার কারণে গাছও দ্রুত বাড়ে এবং স্বাস্থ্যবান হয়।
★ এরপর রয়েছে ডিমের খোসা যা গাছের ক্যালসিয়ামের চাহিদা পূরন করবে এবং গাছের বৃদ্ধিতে সহায়তা করবে।
★ ঝিনুক ও শামুকের গুড়াতে প্রচুর পরিমানে গাছের জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম, ফসফরাস, বোরন, জিংক, মিনারেল, ভিটামিন সহ বিভিন্ন মাইক্রোনিউট্রেন আছে।
একটি গাছের সঠিক বৃদ্ধি এবং ফুল- ফল প্রদানের জন্য যেসকল পুষ্টি উপাদান দরকার তার ৯৯ ভাগ মিশ্রন এর মধ্যে রয়েছে। তাই মিক্সড জৈব সার ব্যবহার করলে অন্য কোনো সার প্রয়োগের দরকার হয় না।
ব্যবহার:
গাছের গোড়া থেকে ৩ ইঞ্চি দুরে ২-৩ ইঞ্চি গর্ত করে অথবা টবের চারপাশে ২-৩ ইঞ্চি মাটি খুড়ে সারগুলো চারপাশে দিয়ে দিতে হবে। এরপর সারের উপর আবার মাটি দিয়ে ঢেকে দিতে হবে। সবশেষে একটু পানি ছিটিয়ে দিতে হবে।
গাছে কত টুকু পরিমান মিক্সড জৈব সার দিতে হবে তা মূলত টব/ জিও ব্যাগ বা ড্রামের সাইজের উপর পরিমান নির্ভর করে। সাধারণত –
* ৬-১০ ইঞ্চি টবের জন্য – ২০০ গ্রাম থেকে ৫০০ গ্রাম পর্যন্ত
* ২০ ইঞ্চি টবের জন্য – ২কেজি
* হাফ ড্রাম (৬০লিটার) বা সমপরিমাণ টবের জন্য ৩ কেজি।
* হাফ ড্রাম(১০০লিটার) বা সমপরিমাণ টবের জন্য – ৪ থেকে ৫কেজি
মিক্সড জৈব সার প্রতি ৫-৬ মাস পর-পর দিতে হবে।
মূল্য – ১ কেজি -৫০ টাকা