এনপিকে (২০-২০-২০)
অর্কিডসহ যেকোনো ফুল-ফল গাছের জন্য গুরুত্বপূর্ণ একটি সার এমপিকে। নাইট্রোজেন, ফসফরাস ও পটাশ এর সংমিশ্রণ হল এনপিকে। নাইট্রোজেন গাছের পাতা ও শিকড় বৃদ্ধিতে সাহায্য করে এছাড়া গাছের পাতায় ক্লোরোফিলের সাহায্যে সালোকসংশ্লেষণে সাহায্য করে ফসফরাস শিকড়ের বৃদ্ধি করে এবং গাছের খাবার যোগান দিতে সাহায্য করে।
গাছের ফুল আনতে সাহায্য করে পটাশ গাছের দৃঢ়তা প্রদান করে। গাছে ফুল-ফল আনতে সাহায্য করে এবং গাছের গুণগত মান ঠিক রাখে।
ব্যবহার এর নিয়ম:
১ লিটার পানিতে ১-১.৫ গ্রাম পরিমাণ এনপিকে মিক্সড করে গাছে ভালোমত স্প্রে করতে হবে যাতে কোন অংশ বাদ না যায়। শেষ বিকেলে স্প্রে করা অধিকতর ভালো। প্রতি ১৫ দিন পর-পর স্প্রে করা ভালো।