ম্যানসার (ফাঙ্গিসাইড)
কাজ: ম্যানসার (ফাঙ্গিসাইড) শাক-সবজি, ফলমূল সহ সব ধরনের গাছে ব্যবহার করতে পারবেন। এছাড়াও এডেনিয়াম, গোলাপ, পর্তুলিকা, আইস প্ল্যান্ট, ক্যাকটাস, সাকুলেন্ট ইত্যাদি অতি নমনীয় গাছগুলোকে ছত্রাক এর হাত থেকে রক্ষা করতে” ম্যানসার” ব্যবহার করতে পারেন।
ব্যবহার এর নিয়ম:
২ গ্রাম ম্যানসার ১ লিটার পানিতে মিক্সড করে গাছে ভালোভাবে স্প্রে করতে হবে। আক্রান্ত গাছে ১০-১৫ দিন পরপর (শেষ বিকেলে) স্প্রে করতে
হবে। সতর্কতা:
কীটনাশক প্রয়োগের ৭-১৪ দিন পর্যন্ত ফসল তোলা ও খাওয়া যাবে না।