কুমরা জাতীয় সবজির মাছি পোকা দমনের জন্য।
ব্যবহার নির্দেশিকা:
প্রয়োগ : ফুল আসার পর্বে।
পদ্ধতি: বৈয়মের ত্রিকোণাকারভাবে
কর্তিত অংশের মাঝ বরাবর ফেরোমন টোপটি তার/গুনা দিয়ে ঝুলিয়ে দিতে হবে। হাতের নাগালের উচ্চতায় ফেরমোন ফাঁদটি শক্তভাবে বেঁধে দিতে হবে। কমপক্ষে ৫ লিটার পানি ধারণ ক্ষমতাসম্পন্ন বৈয়ম ব্যবহার করতে হবে। ৩-৫ দিন পরপর সাবান মিশ্রিত পানি পরিবর্তন করতে হবে। সাবধানতাঃ ব্যবহারের পর সাবান দিয়ে ভালভাবে হাত ধুয়ে নিতে হবে।